অবৈধভাবে সার মজুতের অভিযোগে আওয়ামী লীগ নেতা আটক

স্টার অনলাইন গ্রাফিক্স

লালমনিরহাট সদর উপজেলায় অবৈধভাবে সার মজুত করায় স্থানীয় আওয়ামী লীগ নেতা রবিউল ইসলামকে (৫৭) আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার গুদামে মজুত রাখা ২৭৩ বস্তা ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সার জব্দ করা হয়।'

'রবিউল উপজেলার মোগলহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। তার বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে,' বলেন আব্দুল কাদের।

পুলিশ জানায়, রবিউল সারের ডিলার নন। তিনি অবৈধভাবে সার মজুত করে বাজারে সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করেছেন। তার গুদামে সার মজুতের তথ্য স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীকে জানিয়েছিল।

স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, রাতেই গুদাম থকে সার সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন রবিউল, সেই সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে এসে তাকে আটক করে।

কাদের আরও বলেন, 'যেহেতু আটক আওয়ামী লীগ নেতা সারের ডিলার নন, তাই তিনি গুদামে সার মজুত করতে পারেন না। তিনি অবৈধভাবে সার মজুত করেছিলেন। এই কারণে স্থানীয় কৃষকরা সার সংকটে ভুগছিলেন।'

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

1h ago