৫৮২ কোটি টাকার সার আত্মসাৎ, দুদককে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

আমদানি করা ৭২ হাজার মেট্রিক টন সার আত্মসাতের অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্সের বিরুদ্ধে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

আজ বৃহস্পতিবার হাইকোর্ট এ আদেশ দেন। 

সরকারিভাবে আমদানি করা ৭২ হাজার মেট্রিক টন সার বন্দর থেকে খালাসের পর গুদামে পৌঁছে না দিয়ে আত্মসাৎ করে পরিবহনের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্স। এতে সরকারের ৫৮২ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে ।

দুদককে এ বিষয়ে ৬০ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

একই সঙ্গে, হাইকোর্ট বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যানকে এই অভিযোগের বিষয়ে ২০ জানুয়ারির মধ্যে আদালতে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক দ্য ডেইলি স্টারকে জানান, এ বিষয়ে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত লিজুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুওমুটো (স্বেচ্ছাপ্রণোদিত) রুল জারি করে এই আদেশ দেন।

ওই প্রতিবেদনে বলা হয়, মেসার্স পোটন ট্রেডার্স বন্দর থেকে খালাসের পর গোডাউনে না নিয়ে সরকারের আমদানিকৃত ৭২ হাজার মেট্রিক টন রাসায়নিক সার পৌছে না দিয়ে আত্মসাৎ করে। 

প্রতিবেদন অনুযায়ী, সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান (পোটন), যিনি বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি, তিনি মেসার্স পোটন ট্রেডার্সের মালিক।

 

 

Comments

The Daily Star  | English
US reciprocal tariff

Trump announces 30% tariffs on EU, Mexico

The EU had hoped to reach a comprehensive trade agreement with the US for the 27-country bloc

59m ago