সাবেক মন্ত্রী ফারুক খানসহ ৪ জন রিমান্ডে

লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান। ছবি: সংগৃহীত

সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর ধানমন্ডিতে ১৩ বছরের কিশোর শামীমের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তাদের রিমান্ড দিয়েছেন আদালত।

অন্য দুজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। পরে ঢাকা মহানগর হাকিম মো. শাহিন রেজা তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, অন্য আসামিদের সঙ্গে তারা সবাই এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। তাই হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে বের করতে চার আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

অন্যদিকে আসামিপক্ষ শুধুমাত্র হয়রানির জন্য তাদের মক্কেলদের মামলায় জড়ানো হয়েছে মর্মে রিমান্ড বাতিলসহ জামিন চেয়ে আবেদন করেন।

আদালত উভয়পক্ষের শুনানি শেষে আসামিপক্ষের আবেদন নামঞ্জুর করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আদেশ দেন।

গত ৫ আগস্ট বিকেল পাঁচটার দিকে রাজধানীর মিরপুর রোডের ধানমন্ডি চিলিস হোটেলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন শামীম। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ৩ অক্টোবর নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে ধানমন্ডি থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

Comments

The Daily Star  | English
Domestic violence killing women in Bangladesh

Domestic violence in Bangladesh: When numbers speak of the silence

When we are informed that 133 women have been killed by their husbands in seven months, it is no longer just a number.

7h ago