গণহত্যা-বিস্ফোরক মামলা

বগুড়া সদর উপজেলা আ. লীগ সভাপতি স্ত্রীসহ গ্রেপ্তার

আবু সুফিয়ান সফিক। ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে গণহত্যার একাধিক মামলার আসামি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সুফিয়ান সফিক ও তার স্ত্রী লিপি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত ৮টায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ডিএমপির ডিবি তেজগাঁও টিম তাদের গ্রেপ্তার করে।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবু সুফিয়ানের সফিকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় জুলাই অভ্যুত্থানে গণহত্যার মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। এ ছাড়া, তার স্ত্রী লিপি আক্তার বগুড়া সদর থানার বিস্ফোরক আইনের মামলার আসামি।

Comments

The Daily Star  | English

Jatiya Party, Gono Odhikar Parishad clash in Dhaka's Kakrail

Police deployed to maintain law and order

14m ago