বগুড়ায় বিষাক্ত মদপানে ২ জনের মৃত্যু, চিকিৎসাধীন আরও ২

স্টার অনলাইন গ্রাফিক্স

বগুড়ার সদর উপজেলায় বিষাক্ত মদপানে অন্তত দুইজন মারা গেছেন এবং আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার দ্য ডেইলি স্টারকে জানান, এ ঘটনায় মারা গেছেন বগুড়া শহরের ঠনঠনিয়া হরিপাড়া এলাকার বাসিন্দা চেংটু (৪০) ও রাসেল মিয়া (৪২)।

পুলিশ প্রতিবেদন অনুযায়ী, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে চেংটু এবং আজ বিকেল ৪টার দিকে রাসেল মারা যান।

গুরুতর অবস্থায় মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সনি (৩৫) এবং শজিমেক হাসপাতালে আছেন এনামুল হক পিলু (৫২)।

পিলুর ভাই এমদাদ হোসেন নিশ্চিত করেছেন, তারা বিষাক্ত মদপান করেছিলেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিলু সাংবাদিকদের জানান, ২৭ মার্চ সন্ধ্যায় তারা স্থানীয়ভাবে তৈরি মদপান করেছিলেন। এরপর চারজনই অসুস্থ হয়ে পড়েন।

পিলুর ভাষ্যমতে, মৃত চেংটু বগুড়া শহরের চকসূত্রপুর এলাকার বাদশা নামে একজনের কাছ থেকে মদ কিনেছিলেন।

মোহাম্মদ আলী হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মুনতাসির রহমান জানান, পিলুকে বিষাক্ত মদপানের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

শজিমেক হাসপাতালের উপপরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, রাসেলের পরিবারের সদস্যরা তার মৃত্যুর পর দ্রুত মরদেহ নিয়ে দাফন করেছেন। ভর্তির সময় তারা মদপানের তথ্য উল্লেখ করেননি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মঈনউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'মৃতদের পরিবারের সদস্যরা স্থানীয় মদপানের তথ্য গোপন করেছেন এবং দ্রুত মরদেহ নিয়ে দাফন সম্পন্ন করেছেন।'

Comments

The Daily Star  | English

NBR plans to roll back tax benefits for exporters

The prospect of reduced tax benefits has rattled exporters, already wrestling with shifting global trade dynamics, including fresh US tariffs

12h ago