ইজতেমা মাঠে সংঘর্ষ

হত্যা মামলায় সাদপন্থিদের ‘মুখপাত্র’ মুয়াজ বিন নূর গ্রেপ্তার

মুয়াজ বিন নূর। ছবি: সংগৃহীত

টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের মুখপাত্র হিসেবে পরিচিত মুয়াজ বিন নূরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোররাতে ঢাকার উত্তরা থেকে মুয়াজকে গ্রেপ্তার করা হয়। তিনি এই মামলার পাঁচ নম্বর আসামি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেন মাওলানা জুবায়েরের অনুসারী এস এম আলম হোসেন নামের এক ব্যক্তি। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল গ্রামের মৃত এস এম মোক্তার হোসেনের ছেলে ও জেলার আলমি শুরার সাথি।

মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকশ জনকে আসামি করা হয়।

 

Comments

The Daily Star  | English

Trump declares 90-day tariff pause except for China

President Donald Trump announced a 90 day pause on his sweeping tariffs Wednesday, giving all countries a 10 percent baseline except China, which will see even higher levies

59m ago