আনিসুল-সালমান-পলক-ইনুসহ ৮ জন নতুন মামলায় গ্রেপ্তার

আনিসুল হক, সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলক, হাসানুল হক ইনু, আওয়ামী লীগ,
আনিসুল হক, সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলক

সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আটজনকে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্য পাঁচজন হলেন- ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক হানু, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদেক খান ও সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান।

আজ সোমবার চার তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করলে ঢাকা মহানগর হাকিম নাজমিন আক্তার এ আদেশ দেন।

গত ২০ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় মাতুয়াইলে জিসানের মৃত্যুর ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, হাসানুল ইনু, রাশেদ খান মেনন ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়।

গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা কলেজের ছাত্র মোহাম্মদ শামীমকে হত্যার চেষ্টার অভিযোগে নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়।

গত ১৯ জুলাই মোহাম্মদপুরে আল-শাহরিয়ার হোসেনের (২৩) মৃত্যুর ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় সাদেক খানকে এবং একই থানার একটি অপহরণ মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ আট আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।

Comments

The Daily Star  | English
Magura child rape case

Charges pressed in Magura rape, murder case

The charge sheet in the case filed over the rape and murder of an eight-year-old girl in Magura was submitted before court last night, police said.

1h ago