আওয়ামী লীগের কোনো পদে নেই, আর রাজনীতিও করব না: আদালতে কামাল মজুমদার

কামাল আহমেদ মজুমদার। ছবি: সংগৃহীত

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আজ আদালতে বলেছেন, তিনি আওয়ামী লীগের কোনো পদে নেই এবং তিনি আর রাজনীতি করবেন না।

আজ সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ কথা বলেন কামাল মজুমদার।

রাজধানীর কাফরুল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য কামাল মজুমদারসহ ছয়জনকে আদালতে হাজির করা হয়।

অন্যরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও এ কে এম শহিদুল হক।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন।

সকাল ১০টা ৫ মিনিটে কামাল মজুমদারসহ ছয়জনকে এজলাসে তোলা হয়। এই কিছুক্ষণের মধ্যেই বিচারক আদালতকক্ষে প্রবেশ করেন।

কিছুক্ষণ পর আনিসুল হক, সালমান এফ রহমান, কামাল মজুমদারদের উদ্দেশে বিচারক বলেন, 'আপনাদের কাফরুল থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলার এজাহারের আপনাদের নাম রয়েছে।'

কামাল মজুমদার তখন বিচারকের উদ্দেশে বলেন, 'মাননীয় আদালত, আমার বয়স এখন ৭৬ বছর। আমি ডায়াবেটিসের রোগী। কারা কর্তৃপক্ষ আমাকে ডায়াবেটিক মাপার মেশিনও নিতে দিচ্ছে না।' এ কথা বলতে বলতে তিনি কেঁদে দেন।

এরপর আবার তিনি বলতে শুরু করেন, 'আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলতে পারছি না।'

তিনি বলেন, 'মাননীয় আদালত, আমি আর রাজনীতি করব না। আমি আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতি নিয়েছি। আমার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। নির্যাতন করা হচ্ছে। সুবিচার চাই।'

মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি শেষে কামাল মজুমদারসহ অন্যদের আদালতের বাইরে নেওয়া হয়।

তখন এক সাংবাদিক কামাল মজুমদারকে প্রশ্ন করেন, 'আপনি রাজনীতি থেকে কবে অব্যাহতি নিয়েছেন?'

জবাবে কামাল মজুমদার বলেন, 'আপনারা বলতে পারেন, আজ থেকেই আমি রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছি। আমি আর রাজনীতি করব না।'

তখন আরেকজন সাংবাদিক কামাল মজুমদারকে প্রশ্ন করেন, 'কেন আপনি রাজনীতি করবেন না?'

জবাবে কামাল মজুমদার বলেন, 'এই দেশে রাজনীতি করার কোনো পরিবেশ নেই। ৭৬ বছর বয়সে রাজনীতি করা যায় না। আমরা চাই, নতুন নেতৃত্ব আসুক।'

পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

মেজাজ হারালেন শহীদুল হক

সাবেক আইজিপি শহীদুল হককে আদালতে তোলার পর কেউ তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তখন পুলিশ বাধা দিয়ে আদালতের অনুমতি চাইতে বলে।

তখন শহীদুল হক সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, 'এই পুলিশের জন্য কী না করেছি।'

এর কিছুক্ষণ পর তিনি তার আইনজীবীর সঙ্গে কথা বলতে গেলে, তাতেও বাধা দেয় পুলিশ। তখন শহীদুল হক আবার বলতে শুরু করেন, 'পুলিশের জন্য কী না করেছি। ওপেন কোর্টে কোনো কথা বলতে পারছি না।'

আদালত তাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর পর অন্যান্যদের সঙ্গে আবার কারাগারে নেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

1h ago