এবার গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

প্রতীকী ছবি

গত বৃহস্পতিবার সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হওয়ার একদিন পর শুক্রবার সন্ধ্যায় গোয়াইনঘাট সীমান্তে আরও এক যুবক খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন।

শুক্রবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার দমদমিয়া সীমান্তে ভারতের মেঘালয় রাজ্যের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া (২২) উপজেলার ভিতরগুল গ্রামের আবুল হোসেনের ছেলে।

সবুজ মিয়ার সহযোগীরা মধ্যরাতে তার মরদেহ বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসলে বিজিবি তা উদ্ধার করে পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট বিজিবি (৪৮) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবুজ ও তার সহযোগীরা অন্যদের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। সেখানে স্থানীয় খাসিয়াদের সঙ্গে বিবাদের জের ধরে তাদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান সবুজ। পরে মধ্যরাতে তার মরদেহ ফিরিয়ে আনেন অন্য সহযোগীরা।

এ ঘটনায় বিজিবি আনুষ্ঠানিকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) নিন্দা জানিয়েছে এবং গুলি চালানো ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Khaleda reaches Gulshan residence amid warm welcome

Supporters waved party flags and chanted slogans as the vehicle, with Khaleda seated in the front and her daughters-in-laws

55m ago