শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেপ্তার

তরিকুল ইসলাম | ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার পশ্চিম দেউলভোগ এলাকা থেকে শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমান দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তরিকুল ইসলাম শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার দেউলভোগ গ্রামের আবদুল মান্না ব্যাপারীর ছেলে।

একজনকে মারধরের অভিযোগে দায়ের মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর চার ঘণ্টা পর স্থানীয় শতাধিক বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা থানা ঘেরাও করে তাকে ছিনিয়ে নিয়ে যান।

পুলিশের অভিযোগ, এ সময় তাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

এই ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে। প্রায় একঘণ্টা পর পুলিশের অনুরোধে যান চলাচল স্বাভাবিক হয়।

আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুপুরেই ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ১৭০ জনকে আসামি করে শ্রীনগর থানায় মামলা করে পুলিশ।

ওই মামলায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগে শনিবার সন্ধ্যায় তরিকুল ইসলামকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

3h ago