চেক জালিয়াতি মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

চেক ডিজঅনার মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

সাকিব ও অন্য তিনজন আজ রোববার আদালতে হাজির না হওয়ায় এই আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াউর রহমান।

আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার শাহিবুর রহমান এই মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ১৮ ডিসেম্বর ঢাকার আরেকটি আদালত আসামিদের আজকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন।

মামলার নথি অনুযায়ী, সাকিবের মালিকানাধীন এগ্রো ফার্ম ব্যবসার জন্য বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয়। এর বিপরীতে সাকিবের মালিকানাধীন কোম্পানি দুটি চেক ইস্যু করে। পরে, অপর্যাপ্ত তহবিলের কারণে চেকগুলো ডিজঅনার হয়। দুটি চেকের মোট অর্থের পরিমাণ প্রায় ৪ কোটি ১৪ লাখ টাকা।

Comments

The Daily Star  | English

US tariff threatens export economy

The tariff, a slight reduction from an earlier 37 percent rate but still punishingly high, places Bangladesh at an immediate disadvantage against regional competitors in the garment trade.

9h ago