পিএসএলের বাকি অংশে লাহোরে খেলবেন সাকিব

অনেক দিন থেকেই মাঠের বাইরে আছেন বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে খুব শিগগিরই আবারো মাঠে দেখা যাবে তাকে। এইচবিএল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশের জন্য তাকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে ফ্র্যাঞ্জাইজিটি। আগামী ১৭ মে ইসলামাবাদে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। সাদা বলে অবসর নিলেও নানা কারণে লাল বলের ম্যাচেও সুযোগ পাচ্ছেন না বাংলাদেশের সেরা এই ক্রিকেটার।
টি-টোয়েন্টি ফরম্যাটে অসাধারণ সাফল্যের অধিকারী সাকিব। তার ঝুলিতে রয়েছে ৭,৪৩৮ রান এবং ৪৯২টি উইকেট। যেখানে রয়েছে ৬ রানের খরচায় ৬ উইকেট নেওয়ার কীর্তিও। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে পারফরম্যান্সের প্রমাণ রাখা এই অলরাউন্ডার লাহোর কালান্দার্সের ভারসাম্য ও গভীরতা বাড়াবে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি, বিশেষ করে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ শেষ ম্যাচগুলোতে।
নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের পরিবর্তে সুযোগ পেয়েছেন সাকিব, যিনি ৪ মে করাচি কিংসের বিপক্ষে ম্যাচে বাঁ হাতে আঘাত পাওয়ার কারণে আর খেলতে পারছেন না। ওই দিন ১৪.২ ওভারে, গাদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তিনি চোট পান।
দলে যুক্ত হওয়ার অনুভূতি প্রকাশ করে সাকিব বলেন, 'চলমান পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে পারছি বলে আমি সত্যিই আনন্দিত। এখন প্রতিটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন একটা পর্যায়ে আছি আমরা। এই টুর্নামেন্ট সবসময়ই আমার খুব ভালো লাগত, এবার মাঠে নিজে নেমে অবদান রাখতে পারব ভেবে ভালো লাগছে।... এই দলের অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত।'
লাহোর কালান্দার্সের টিম ডিরেক্টর সামিন রানা বলেন, 'সাকিবকে লাহোর কালান্দার্স পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তার অভিজ্ঞতা, দক্ষতা ও অলরাউন্ড সামর্থ্য এই পর্যায়ে এসে আমাদের জন্য বড় সম্পদ হয়ে উঠবে। দলে তার উপস্থিতি কেবল মাঠেই নয়, ড্রেসিংরুমেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশাবাদী।'
Comments