বিএফআইইউর সাবেক প্রধান মাসুদকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

মাসুদ বিশ্বাস। ছবি: সংগৃহীত

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে এই আবেদন করেন মামলার তদন্তে নেতৃত্ব দেওয়া দুদকের সহকারী পরিচালক মো. হোসাইন।

তবে মাসুদ বিশ্বাসের অনুপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করেন বিচারক।

গত ১৭ জানুয়ারি গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় দুদক রাজধানীর মিরপুর-১০ নম্বরের বাসা থেকে মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করে।

পরদিন মাসুদ বিশ্বাসকে ঢাকার আরেকটি আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২ জানুয়ারি মাসুদের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার এজাহারে বলা হয়, মাসুদ বিশ্বাস এক কোটি ৮৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করে তা নিজের নিয়ন্ত্রণে রেখেছেন।

মাসুদের স্ত্রী কামরুন নাহারের সম্পদের হিসাব চেয়ে দুদক আইনের ২৬(১) ধারায় পৃথক নোটিশও দেওয়া হয়েছে।

দুদক বলছে, ঢাকায় জমি ও ফ্ল্যাটসহ এই দম্পতির যত সম্পত্তি রয়েছে, তা তদন্তের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাসুদ বিশ্বাস দীর্ঘদিন বিএফআইইউর প্রধান ছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

Comments

The Daily Star  | English

123 individuals 'pushed in' from India

BGB sends protest note to BSF; border on high alert

47m ago