পল্টনে ছুরিকাঘাতে যুবক নিহত

dead body
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর পল্টন বিজয়নগর এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাজু মোল্লা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাজু মোল্লার বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামে। তিনি মুগদার মান্ডা কদমআলী ঝিলপাড় এলাকায় থাকতেন।

সাজু মোল্লাকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মো. বায়জিদ জানান, বিজয়নগর এলাকার একটি বাসার গাড়ি চালান সাজু। গতরাতে মুগদার বাসা থেকে বায়জিদ তার নিজের অটোরিকশায় করে সাজুকে নিয়ে আসেন বিজয়নগর। বিজয়নগর পানিরটাংকি এলাকার রাস্তায় তাকে নামিয়ে দিয়ে বায়জিদ রাস্তার উল্টো পাশে গিয়ে চা পান করছিলেন। এর কয়েক মিনিট পরে গলি থেকে চিৎকার শুনতে পান এবং বায়জিদকে নাম ধরে ডাকতে শোনেন। দৌড়ে রাস্তার উল্টো পাশে গিয়ে সাজুকে আর দেখতে পাননি। পরবর্তীতে স্থানীয় থানায় কল করলে পুলিশের সহযোগিতায় একটি গলি থেকে রক্তাক্ত অবস্থায় সাজুকে উদ্ধার করেন।

বায়জিদ আরও জানান, তার ধারণা গলি দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন সাজু।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ওই যুবককে হাসপাতালে নিয়ে এলে চিকাৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

6h ago