এস আলমের শ্যালক আরশাদ ও মতিউরের মেয়ে ইপ্সিতার দেশত্যাগে নিষেধাজ্ঞা

এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের শ্যালক মোহাম্মদ আরশাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

এছাড়া, একই আদালত এনবিআরের সাবেক সদস্য মো. মতিউর রহমানের মেয়ে ফারজানা রহমান ইপ্সিতার দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করেছেন।

আদালত সূত্র জানায়, সাইফুল আলমের শ্যালক মোহাম্মদ আরশাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ এনে দুদকের তদন্ত দল তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. আবুল ফয়েজের পক্ষে দুদক পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ আবেদন দাখিল করেন।

আবেদনে বলা হয়, আরশাদ ও তার স্ত্রী অবৈধভাবে এস আলমের উপার্জিত বিপুল পরিমাণ অর্থ তাদের কাছে রেখেছিলেন। যদি তারা দেশ ছেড়ে পালিয়ে যান, তাহলে বিষয়টির তদন্ত ব্যাহত হতে পারে। 
অপরদিকে, ৫৩ কোটি ৪১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২ কোটি ৪৫ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে সাবেক এনবিআর সদস্য মতিউরের মেয়ে ফারজানা রহমান ইপ্সিতার বিরুদ্ধে।

দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন্নাহার আদালতে তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ইপ্সিতা যেকোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন। তাই তার বিদেশ যাওয়া আটকানো প্রয়োজন।

মতিউর ও ইপ্সিতার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত ৬ জানুয়ারি মামলা করে দুদক।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আরশাদ ও ইপ্সিতার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়ে পরবর্তী ব্যবস্থার জন্য আদেশের কপি পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপারের (ইমিগ্রেশন) কাছে পাঠানোর নির্দেশ দেন।

 

Comments

The Daily Star  | English

Soybean oil prices hiked by Tk 14 per litre

Branded bottled soybean oil will be Tk 189 a litre and non-branded loose Tk 169

2h ago