জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে মেহের আফরোজ শাওন

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে।

রাজধানীর ধানমন্ডি থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে সেখানে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির মিডিয়া সেলের উপকমিশনার তালেবুর রহমান এক বার্তায় জানান, জিজ্ঞাসাবাদের জন্য শাওনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

তবে শাওনকে গ্রেপ্তার করা হয়েছে বলে এর আগে রাত ৮টার দিকে রেজাউল করিম মল্লিক জানিয়েছিলেন।

সেই সময় তিনি বলেছিলেন, রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে শাওনকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে জামালপুরে তার গ্রামের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

Comments

The Daily Star  | English
india cancels transhipment facility for Bangladesh

India cancels transhipment facility for Bangladesh’s export cargo  

This move could impact the shipment of Bangladesh’s readymade garments through Indian airports,

2h ago