পাথরবাহী গাড়ি থেকে চাঁদা আদায়, কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ ক্লোজড

পাথরবাহী গাড়ি থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে পুলিশ সদস্যদের বিরুদ্ধে। ছবি: সংগৃহীত

পাথরবাহী গাড়ি থেকে চাঁদা আদায়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সিলেটের কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে সিলেট পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'গতকাল সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমানের সই করা আদেশে তাদের প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে দুজন এসআই, দুজন এএসআই এবং বাকি নয়জন কনস্টেবল।'

তারা হলেন, এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল ও শামীম হাসান এবং কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন ও কিপেস চন্দ্র রায়।

স্থানীয়রা জানান, কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা কেটে পাথর তোলা হয়েছিল। কোম্পানীগঞ্জ থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এর কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এসপি বলেন, 'কোম্পানীগঞ্জ থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের প্রত্যাহার করে সিলেট পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে।'

Comments

The Daily Star  | English

India committed to improving ties with China, Modi tells Xi

Modi was speaking to Xi on the sidelines of the summit of the Shanghai Cooperation Organisation regional security bloc.

1h ago