অপারেশন ডেভিল হান্ট: কামরাঙ্গীরচরে বিশেষ ‘ব্লক রেইডে’ গ্রেপ্তার ১৬

ডিএমপি

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ 'ব্লক রেইডে' ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ডিএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল বিকেল সাড়ে ৫টা থেকে গতরাত ২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জুম্মান (২৪), মো. আরিফ (১৯), মো. আবু বক্কর (২০), রবিন (২২), আলমগীর হোসেন (৪৯), আকতার হোসেন (৩৪), আল আমিন (২২), মো. তুহিন (২৪), লাভলু (৩০), মো. ইসমাইল (৩৪), মো. শরীফ (২০), উৎপল চন্দ্র দাস (৩০), সাকির (২০), ইসমাইল (২৮), সোহেল(৩২) ও সজল(২২)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কামরাঙ্গীরচরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে বলে জানায় পুলিশ।

আসামিদের আজ আদালতে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

NCP rally comes under attack in Gopalganj

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

10m ago