দুদকের মামলায় পুলিশের সাবেক এসআইয়ের ৩ বছরের কারাদণ্ড

প্রতীকী ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) আলী আকবর শেখকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন খুলনার একটি আদালত।

আজ বৃহস্পতিবার খুলনার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। পরবর্তীতে আকবরকে কারাগারে নেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

আলী আকবর শেখ সর্বশেষ খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। এক কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে ২০১৬ সালের ২২ মার্চ দুদকের সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন বাদী হয়ে খুলনা সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।

অনুসন্ধান শেষে পরের বছরের ২০ মার্চ দুদক উপপরিচালক নাজমুল হাসান আলী আকবর শেখের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

Comments

The Daily Star  | English

Economist Abul Barkat held in corruption case

Prof Abul Barkat was the chairman of state-owned Janata Bank PLC

2h ago