সাভারে রিকশাচালককে অপহরণ করে মুক্তিপণ দাবি

ঢাকার সাভারে এক রিকশাচালককে অপহরণ করে দফায় দফায় মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা। অপহরণের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
অপহৃত রিকশাচালকের নাম নাজমুল হোসেন (৩২)।
গতকাল সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সাভার মডেল থানার অদূরে মুক্তির মোড় এলাকা থেকে তাকে ৭- ৮ জন অপহরণ করে বলে অভিযোগ পরিবারের।
নাজমুল হোসেনের ভাইয়ের মেয়ের স্বামী রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে আজ সন্ধ্যা ৭টার দিকে বলেন, 'আমার চাচা শশুরকে গতকাল সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মুক্তিরমোড় এলাকা থেকে অপহরণ করে ৭- ৮ জন। এ ঘটনার পর সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।'
'এরপর থেকে কয়েক দফায় অপহরণকারীরা কয়েকটি মোবাইল নম্বর থেকে কয়েক দফায় প্রথমে ৬০ হাজার, তারপর ১ লাখ ও সবশেষ ২ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীরা আমার চাচা শশুরকে প্রচুর মারধর করছে', বলেন তিনি।
সাভার মডেল থানার ওসি জুয়েল রানা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীদের আটকের সর্বোচ্চ চেষ্টা করছি।'
Comments