আ. লীগ নেত্রী দোলনা আক্তার কুড়িগ্রামে গ্রেপ্তার

আ. লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তারকে কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার রাতে তাকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে ফুলবাড়ী থানা পুলিশ।
দোলনা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী ছিলেন।
তিনি ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার আত্মগোপনে ছিলেন। কয়েকদিন আগে তিনি গ্রামের বাড়িতে আসেন। পুলিশ তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, দোলনা আক্তারকে গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে সোর্পদ করা হবে।
Comments