মৌলভীবাজারে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীসহ আটক ২

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শ্রীরামপুর গ্রামে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে।
এই ঘটনায় স্ত্রীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
খবর পেয়ে সোমবার বিকেলে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত উজ্জ্বল বিশ্বাস (৩০) পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।
উজ্জ্বলের স্ত্রী দীপনা রানী বিশ্বাস (১৯) এবং ছোট ভাই ঝন্টু বিশ্বাসকে (২৫) আটক করেছে পুলিশ।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কামরুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, উজ্জ্বলকে হত্যা করার পরিকল্পনা করে দীপনা ও ঝন্টু। রোববার রাতে উজ্জ্বল যখন ঘুমাচ্ছিল, তখন তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে মরদেহটি বাড়ির কাছের রাস্তায় ফেলে আসা হয়।
'পরে স্বজনরা নিখোঁজ উজ্জ্বলকে খুঁজতে শুরু করেন। সোমবার সকালে বাড়ির কাছে তার মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়', বলেন তিনি।
প্রাথমিক সন্দেহের ভিত্তিতে পুলিশ দীপনা ও ঝন্টুকে আটক করেছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
কামরুল হাসান আরও বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপনা ও ঝন্টু হত্যার কথা স্বীকার করেছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, উজ্জ্বলের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দীপনা ও ঝন্টুকে আটক করা হয়েছে। এই ঘটনায় উজ্জ্বলের বাবা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
Comments