হত্যা মামলায় এসপি তানভীর ৭ দিনের রিমান্ডে

তানভীর সালেহীন। ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই ঢাকার নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার ঘটনায় হওয়া মামলায় পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনকে সাত দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার রিমান্ড আবেদন করলে আজ বুধবার ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম এই আদেশ দেন।

গত বছরের ২১ আগস্ট ওয়াদুদের শ্যালক আবদুর রহমান নিউ মার্কেট থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

চলতি বছরের ১১ ফেব্রুয়ারি তানভীরকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে গ্রেপ্তার করা হয়।

সারদায় পোস্টিং দেওয়ার আগে তিনি ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

২৮তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা হিসেবে এসপি তানভীর ২০১০ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। তার কর্মজীবনে তিনি ২০১৬ সালে আইজিপি ব্যাজ এবং ২০১৭ সালে রাষ্ট্রপতি পুলিশ পদকসহ (পিপিএম) বেশ কয়েকটি পুরষ্কার পেয়েছেন।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, ইমনকে পুলিশ একাডেমিতে সুপারিনটেনডেন্ট (বেসিক ট্রেনিং-২) হিসেবে বদলি করা হয়।

Comments

The Daily Star  | English

Ducsu: From student union to shaping Bangladesh’s politics

From Language Movement to anti-Ershad protests, Dhaka University’s student body left a lasting mark on national history

46m ago