সাবেক এমপি হেনরীর ৬৮ ব্যাংক হিসাবে ২০ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ

জান্নাত আরা তালুকদার হেনরী। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা তালুকদার হেনরীর ৬৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে ২০ কোটি ৬২ লাখ ৩৬ হাজার ৭০২ টাকা জমা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন আজ সোমবার দুদককে হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন।

এর আগে দুদকের সহকারী পরিচালক আসিফ আল-মাহমুদ আদালতে এ সংক্রান্ত আবেদন দাখিল করেন। দুদকের পক্ষে আদালতে আবেদনটি উপস্থাপন করেন সংস্থাটির পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম রেজা।

দুদকের আবেদনে বলা হয়, ৬৮টি ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া ২০ কোটির বেশি টাকা স্থানান্তরের চেষ্টা করছেন হেনরী।

এর আগে, চলতি বছরের ১২ জানুয়ারি একই আদালত হেনরীর ১৯টি ব্যাংক হিসাব ও চারটি কোম্পানির সমস্ত শেয়ার জব্দ করার নির্দেশ দেন। পাশাপাশি, তার মালিকানাধীন ১৬টি গাড়ি এবং ৫০ বিঘা জমি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।

গত ২৫ ডিসেম্বর হেনরীর বিরুদ্ধে অবৈধভাবে ৫৭ কোটি ১৩ লাখ টাকা অর্জনের অভিযোগে মামলা দায়ের করার পর সেই মামলায় গত ৬ জানুয়ারি তাকে গ্রেপ্তার দেখানো হয়।

২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মৌলভীবাজার শহরের সোনাপুর এলাকা থেকে হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবুকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

২৫ নভেম্বর হেনরী, তার স্বামী শামীম এবং তাদের মেয়ে মুনতাহা রিধি লামের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত।

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

15h ago