অনুপ্রবেশের দায়ে সরিষাবাড়ীতে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার শুক্কুর আলী। ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার শুক্কুর আলী (২৫) নিজেকে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন।

উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা বাজার থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অফিসার ইনচার্জ চাঁদ মিয়া দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্কুর আলী ভাটারা বাজারে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলে। স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে জানায় এবং পুলিশ গিয়ে তাকে আটক করে। 

তার আচরণ কিছুটা অস্বাভাবিক হওয়ায় প্রাথমিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি চাঁদ মিয়া বলেন, 'প্রায় ১৪-১৫ দিন আগে শুক্কুর আলী সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তার কাছে বৈধ ভিসা বা অন্য কোনো কাগজপত্র পাওয়া যায়নি। এ ঘটনায় তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।'
 

Comments