অপারেশন ডেভিল হান্ট: গ্রেপ্তার ১১ হাজার ছাড়াল

অপারেশন ডেভিল হান্ট
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

দেশব্যাপী চলমান 'অপারেশন ডেভিল হান্ট'-এ গত ২৪ ঘণ্টায় আরও ৭৪৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত মোট ১১ হাজার ৩১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, বিভিন্ন মামলায় অভিযুক্ত বা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও ৯১৪ জনকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি ছুরি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গাজীপুরে 'ছাত্র-জনতার' ওপর হামলার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে গত ৮ ফেব্রুয়ারি বিশেষ এই অভিযান শুরু করে সরকার।

 

Comments

The Daily Star  | English
Amir Khasru Mahmud Chowdhury

People didn't sacrifice to give responsibilities to any 'Great Man': Amir Khasru

"Whichever government is elected by votes will be accountable to the people"

1h ago