১০০ কোটি ডলার পাচার: এস আলম পরিবারের ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সিঙ্গাপুরে ১০০ কোটি ডলার পাচারের অভিযোগে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের পরিবারের ১১ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
ওই ১১ সদস্য হলেন—বেলাল আহমেদ, ফসিহাল আলম, সাজেদা বেগম, মাহমুদুল আলম, মো. মোস্তাইন বিল্লাহ আদিল, আতিকুর জেনি, লুৎফুন নাহার, আলহাজ্ব চেমন আরা বেগম, মায়মুনা খানম, বদরুন্নেসা আলম এবং শারমিন ফাতেমা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক (মানি লন্ডারিং) নূরে আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন আজ বুধবার এ আদেশ দেন।
আবেদনে বলা হয়, সিঙ্গাপুরসহ কয়েকটি দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগে এস আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। তদন্তে জানা গেছে, তারা যেকোনো সময় দেশ ছেড়ে পালিয়ে বিদেশে আশ্রয় নিতে পারেন। তাদের জিজ্ঞাসাবাদ করে তথ্য ও উপাত্ত সংগ্রহ করা না গেলে অভিযোগ প্রমাণ করা কঠিন হবে।তাই অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
এর আগে গত বছরের ৭ অক্টোবর একই আদালত সিঙ্গাপুরসহ কয়েকটি দেশে প্রায় ১০০ কোটি ডলার পাচারের অভিযোগে এস আলম, তার স্ত্রী ফারজানা পারভীন ও তার পরিবারের ১১ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
পরিবারের অন্যরা ছিলেন—আলমের ভাই আবুদুল্লাহ হাসান, ওসমান গনি, আবদুস সামাদ, রাশেদুল আলম, শহিদুল আলম ও মোরশেদুল আলম এবং এস আলমের ছেলে আহসানুল আলম ও আশরাফুল আলম, ওসমানের স্ত্রী ফারজানা বেগম ও সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস।
Comments