মাগুরার সেই শিশুকে সিএমএইচে নেওয়া হয়েছে

৩ দিন পর মামলা, গ্রেপ্তার ৪

মাগুরার ধর্ষণের শিকার সেই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) নেওয়া হয়েছে।

আজ শনিবার বিকেল ৫টার দিকে আইসিইউ অ্যাম্বুলেন্স করে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিশুটি প্রথম থেকে ক্রিটিক্যাল ছিল। ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছিল, কিন্তু অতিরিক্ত অ্যাটেনডেন্সের কারণে অন্য রোগীদের সমস্যা হচ্ছিল। অ্যাটেনডেন্সরা বারবার চিকিৎসকদের বিরক্ত করছিলেন। সব কিছু বিবেচনা করে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ শনিবার শিশুটির মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। এরপর চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—শিশুটির দুলাভাই সজীব হোসেন (১৮), তার ভাই রাতুল শেখ (১৭), তাদের বাবা হিতু মিয়া (৪২) ও মা জাবেদা বেগম (৪০)।

শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

শিশুটির মা জানিয়েছেন, ঘটনার সময় তার মেয়ে বাড়িতে একাই ছিল। এখনো অচেতন থাকায় কে বা কারা অপরাধী সেটি জানা যায়নি। তিনি চারজনকে আসামি করে মামলা করেছেন, পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Comments

The Daily Star  | English

Shammo murder: JCD blocks Shahbagh demanding justice

The protesters also demanded the resignation of the VC and proctor of Dhaka University

33m ago