মাগুরায় ধর্ষণ: সামাজিকমাধ্যম থেকে শিশুটির ছবি সরানোর নির্দেশ

মাগুরায় ধর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভুক্তভোগী শিশুটির সব ছবি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) তাৎক্ষণিকভাবে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিতভাবে এই আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী মাহসিব হোসেন এ বিষয়ে সংবাদপত্রের প্রতিবেদন আদালতে উপস্থাপনের পর বেঞ্চ এ আদেশ দেন।
আইনজীবী শিশুটির স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে নির্দেশ দিতে হাইকোর্টের কাছে প্রার্থনা করেন।
এ বিষয়ে আজই আদালত আদেশ দিতে পারেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন তিনি।
Comments