মাগুরায় শিশু ধর্ষণ: ৩০ দিনের মধ্যে তদন্ত, ১৮০ দিনের মধ্যে বিচারের নির্দেশ

দূষণে আমরা আতঙ্কিত: হাইকোর্ট
সুপ্রিম কোর্টের ফাইল ছবি

মাগুরায় আট বছরের শিশু ধর্ষণ মামলার তদন্ত আগামী ৩০ দিনের মধ্যে শেষ করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে অভিযোগ আমলে নিয়ে ১৮০ দিনের মধ্যে মামলার বিচার শেষ করতে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছেন আদালত।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী শিশু ও তার ১৪ বছর বয়সী বড় বোনের স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সামাজিকমাধ্যম, নিউজ মিডিয়া এবং অনলাইন পোর্টালসহ সব জায়গা থেকে শিশুটির ছবি ও ভিডিও অপসারণ এবং যেসব মিডিয়া শিশুটির ছবি প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে তিন দিনের মধ্যে আইনানুগ ব্যবস্থা নিতে বিটিআরসি, পুলিশের মহাপরিদর্শক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল তামিম খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সংশ্লিষ্ট কর্মকর্তাদের ১৩ মার্চের মধ্যে হাইকোর্টের নির্দেশনা মেনে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।' 

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী হামিদুল মিসবাহ ও মাহসিব হোসেনের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ নির্দেশনা দেন।

 

Comments

The Daily Star  | English
wheat production decline in bangladesh

With acreage and output falling, is there any prospect for wheat in Bangladesh?

Falling wheat acreage raises questions about food security amid climate change

16h ago