হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা

হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ সোমবার ভোরে রাজধানীর উত্তরখান এলাকার একটি অ্যাপার্টমেন্টে তাকে হত্যা করা হয়।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'পুরানপাড়া এলাকার একটি ছয় তলা ভবনের তৃতীয় তলার অ্যাপার্টমেন্টে ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।'
ওসি বলেন, 'সাইফুর রহমান ভূঁইয়া ছয় মাস আগে অ্যাপার্টমেন্টটি ভাড়া নিয়েছিলেন। সেখানে ভাতিজা পরিচয়ে একজন থাকত এবং তার সাথে একজন মহিলা থাকত। ৬ মাস আগে ভাড়া নিয়েছিল।'
ওসি আরও জানান, হত্যার ঘটনার পর থেকে ওই পুরুষ ও নারী পলাতক। তারা হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
ওসি জিয়াউর রহমান বলেন, 'নিহত সাইফুরের স্ত্রী দুই সন্তান নিয়ে শান্তিনগর পীর সাহেবের এলাকায় একটি বাসায় থাকেন। তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া উত্তরখানে থাকা শুরু করেন।'
ওসি জানান, সাইফুর রহমান ভূঁইয়াকে রক্তাক্ত অবস্থায় উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
Comments