চট্টগ্রামে উপজেলা কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দুর্বৃত্তের হামলায় কৃষক দল নেতা নাসির উদ্দিন (৪৭) নিহত হয়েছেন।
আজ বুধবার সন্ধ্যায় উপজেলার বারবকুন্ড রহমান নগর এলাকায় এই হত্যাকাণ্ড হয়।
নাসির সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন।
সীতাকুণ্ড পৌর কৃষক দলের জ্যেষ্ঠ সভাপতি মোসলেম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'হত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানি না।'
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বারবকুন্ড ইউনিয়ন এলাকায় নাসিরের বাড়ির কাছেই দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চট্টগ্রামের জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম শান্তু ডেইলি স্টারকে বলেন, 'দুর্বৃত্তরা নাসিরের ওপর পেছন থেকে হামলা চালায়। আমাদের টিম ঘটনাস্থলে আছে। হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।'
Comments