অভিযানে পাওয়া গেল মজুত ৬৭০০ লিটার সয়াবিন তেল, ৮০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় অবৈধভাবে সোয়াবিন তেল মজুত এবং নকল পণ্য রাখার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার নগরীর চান্দগাঁওয়ের একটি গুদামে অবৈধভাবে ছয় হাজার ৭০০ লিটার সয়াবিন তেল মজুত রেখে বাজারে ভোজ্যতেলের সংকট সৃষ্টির অপরাধে মেসার্স এম এম এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় আল রায়া নামে আরেকটি সুপার শপে মেয়াদোত্তীর্ণ চানাচুর, অননোমুদিত বিদেশি প্রসাধনী, দুধ, ঘি এবং নকল পণ্য রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, 'ওই প্রতিষ্ঠানটি সয়াবিন তেল বিক্রির ক্ষেত্রে শর্ত সাপেক্ষে অপ্রচলিত পণ্য নিতে ক্রেতাদের বাধ্য করছিল।'
'প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি মজুত করা তেল খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি দামে বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে,' বলেন তিনি।
Comments