ঝিনাইদহে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণ, কিশোর গ্রেপ্তার

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকেলে ভুক্তভোগী শিশুর মা হরিণাকুণ্ডু থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
মামলার সূত্রে জানা যায়, ধর্ষণের ঘটনাটি ঘটে গত ৭ মার্চ। ভুক্তভোগীর পরিবার লোকলজ্জার ভয়ে প্রথমে বিষয়টি গোপন রাখার চেষ্টা করে। তবে এর মধ্যেই শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান জানান, শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। সোমবার বিকেলে ভুক্তভোগীর মা হরিণাকুণ্ডু থানায় এসে মামলা করেন।
ওসি আরও জানান, ঝিনাইদহ সদর হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
Comments