৪ জেলায় শিশুসহ ৪ জনকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

ঢাকার সাভার, বান্দরবান, জামালপুর ও খুলনায় চার শিশুসহ পাঁচজনকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ ও মামলা দায়ের হয়েছে।
সাভারের আশুলিয়ায় আট বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে আশুলিয়া থানায় মামলা করেছেন শিশুটির বাবা।
মামলার আসামি মো. রাসেল (১৯) শিশুটির চাচা (বাবার মামাতো ভাই)।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আসামিকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।'
বান্দরবানের রোয়াংছড়িতে খেয়াং সম্প্রদায়ের ১৬ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগে জামাল হোসেন (৩২) নামে এক নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ।
জামালের বাড়ি বরিশাল জেলায়। তিনি রোয়াংছড়ি-রুমা সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন।
ওই কিশোরীর ভাই জানান, জামাল তার বোনকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে পাড়াবাসী ও রাস্তার কাজে নিয়োজিত অন্য শ্রমিকরা জামালকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল করিম বলেন, 'পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীর সঙ্গে কথা বলেছে। তার পরিবারের কেউ মামলা করলে সঙ্গে সঙ্গে মামলা নেওয়া হবে।'
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্ত স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
শিশুটির পরিবার থানায় অভিযোগ দিয়েছেন জানিয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, 'শিশুটির মা মামলা করবেন। অভিযুক্ত ছেলেটি পলাতক, তাকে আটকের চেষ্টা চলছে।'
খুলনার তেরখাদায় ধর্ষণের অভিযোগে মফিজ শেখ (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে তাকে আটক করে আদালতে পাঠানো হলে বিচারক তাকে হাজতে পাঠানোর আদেশ দেন।
এজাহার অনুসারে, তেরখাদা উপজেলার ৩১ বছর বয়সী এক গৃহবধূকে নানা ভয়-ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন মফিজ। প্রথম ধর্ষণ করার সময় সেই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বারবার ওই নারীকে ধর্ষণ করেছেন।
এ ঘটনায় সোমবার রাতে তেরখাদা থানায় মামলা করেন ওই নারী। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মফিজকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ডেইলি স্টারকে বলেন, 'মফিজ শেখ মাদক চোরাকারবারি। এছাড়া, তিনি ভাড়ায় মোটরসাইকেল চালান। তার বিরুদ্ধে আগেরও একাধিক মামলা রয়েছে।'
জামালপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামালপুরের মেলান্দহ উপজেলায় ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫৫ বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির মা।
এজাহারের বরাত দিয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাটি ১৭ ফেব্রুয়ারির হলেও সোমবার রাতে শিশুটির মা মামলাটি করেছেন।
আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
Comments