শাপলা চত্বর ‘হত্যাকাণ্ড’: শেখ হাসিনা, ইমরান এইচ সরকারসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেখ হাসিনা ও ইমরান এইচ সরকার। ছবি: সংগৃহীত

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের বিক্ষোভে 'গণহত্যা'র অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।

অপর আসামিরা হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া, আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে আগামী ১২ মে চার আসামিকে হাজির করার নির্দেশ দিয়েছেন। এই চার আসামি অন্যান্য মামলায় কারাগারে রয়েছেন।

তারা হলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং রাজশাহীতে বাংলাদেশ পুলিশ একাডেমির উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্লা নজরুল ইসলাম।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বেঞ্চের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

1h ago