অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাসানুল হক ইনু ও স্ত্রীর নামে মামলা

ছয় কোটি ৩৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের মহাপরিচালক আখতার হোসেন আজ রোববার ঢাকার সেগুনবাগিচায় কমিশনের সদর দপ্তরে এই তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়াও, ইনু তার নামে থাকা চারটি ব্যাংক অ্যাকাউন্টে ১১ কোটি ৮৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন বলে দুদক কর্মকর্তা জানিয়েছেন।
সাবেক মন্ত্রীর বিরুদ্ধে ৪ কোটি ৮৪ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে এবং আফরোজা, যিনিও একজন সাবেক সংসদ সদস্য তার বিরুদ্ধে অবৈধভাবে ১ কোটি ৫০ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
Comments