সিদ্ধিরগঞ্জ থেকে আরসা প্রধান আতাউল্লাহসহ গ্রেপ্তার ৬

গ্রেপ্তারের পর আরসা প্রধান আতাউল্লাহকে (ডান থেকে দ্বিতীয়) আজ নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়। ছবি: সংগৃহীত

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

এর মধ্যে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার আতাউল্লাহসহ ৬ জনকে আজ মঙ্গলবার আদালতে হাজির করা হলে আদালত তাদের ১০ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১৬ মার্চ মধ্যরাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহ জেলার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসা প্রধানসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএইচএম সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পরে আজ তাদের নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয়।

আদালত পুলিশ জানায়, আরসা প্রধানসহ ৬ জনকে অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অপরাধে দুই মামলায় হাজির করা হলে, ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাকি তিন নারী সদস্য ও এক শিশুকে একই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Kuet returns to normalcy after 65 days of unrest

Around 10:00am, only a few police officers were seen patrolling near the main gate

1h ago