চেকপোস্ট থেকে পুলিশ সদস্যকে অপহরণ চেষ্টা, আটক ২

সুনামগঞ্জের দিরাই উপজেলার চেকপোস্ট থেকে এক পুলিশ সদস্যকে অপহরণ চেষ্টার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সাড়ে ১২টার দিকে দিরাইয়ে মালবাহী ট্রাক থামিয়ে তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা করে ট্রাকচালক ও তার সহযোগীরা।
পরে তাদের ধাওয়া করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ২ জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন—ট্রাকচালক টাঙ্গাইলের দেলদুয়ার থানার মো. শাহ আলম (৪০) ও সুনামগঞ্জের জামালগঞ্জ থানার নুরুল আমিন (৩৮)।
সুনামগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আটককৃতরা সংঘবদ্ধ গরু চুরি ও ডাকাতি চক্রের সদস্য এবং বিভিন্ন জেলায় একাধিক চুরি ও ডাকাতির মামলায় অভিযুক্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে দিরাই থানার এসআই মো. মোহন মিয়া ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা টহল দেওয়ার সময় একটি তিন টনের মিনি ট্রাক দেখতে পান। ট্রাকের সামনে দাঁড়িয়ে থাকা তিন জনের আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ এগিয়ে যায়। তখন ওই তিন জন পালিয়ে যান।
এরপর কনস্টেবল মামুনুর রশিদ ট্রাকে উঠে তল্লাশি চালানোর সময় ট্রাকে লুকিয়ে থাকা ৩-৪ জন ডাকাত সদস্য তাকেসহ ট্রাকটি নিয়ে দ্রুত সুনামগঞ্জের দিকে যেতে থাকে।
এসআই মোহন মিয়া তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে শান্তিগঞ্জ থানা পুলিশের টহল দল অভিযানে নামে। তারা ট্রাকটিকে ধাওয়া করতে থাকেন এবং একপর্যায়ে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে ট্রাকটি একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়।
তখন ট্রাকচালক ও সহযাত্রী পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের আটক করে।
এ ঘটনায় দিরাই থানায় পুলিশের কাজে বাধা দান ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা হচ্ছে এবং পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে পুলিশ জানিয়েছে।
Comments