চেকপোস্টে হয়রানির ভয়ে যাত্রী কমেছে, বলছেন পরিবহন মালিকরা

রাজধানী গুলিস্তানের একটি মার্কেটের বিক্রয়কর্মী রমজান আলী (ছদ্মনাম)। প্রতিদিন সাভার থেকে বাসে কর্মক্ষেত্রে যান তিনি। কিন্তু আজ যাননি।
চেকপোস্টে হয়রানির ভয়ে যাত্রী কমেছে, বলছেন পরিবহন মালিকরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক বিপরীত পাশে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে চেক পোষ্ট পরিচালনা করছে সাভার হাইওয়ে পুলিশ। ছবি: আকলাকুর রহমান আকাশ/ স্টার

রাজধানী গুলিস্তানের একটি মার্কেটের বিক্রয়কর্মী রমজান আলী (ছদ্মনাম)। প্রতিদিন সাভার থেকে বাসে কর্মক্ষেত্রে যান তিনি। কিন্তু আজ যাননি।

কারণ জানতে চাইলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ চেকপোস্টে উল্টাপাল্টা প্রশ্ন করে। আমি কোনো দল করি না, কর্ম করে খাই। গতকাল ঢাকায় যাবার সময় গাবতলীতে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল। তারা শরীরও তল্লাশি করেছে। একটু ভয়ে ছিলাম। আগামীকাল বিএনপির সমাবেশ হওয়ার কথা রয়েছে। তাই সিদ্ধান্ত নিয়েছি আজ ও আগামীকাল দোকানে যাবো না। হয়রানি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছি।'

রমজানের কথার সূত্র ধরে এই প্রতিবেদক ঢাকা-আরিচা মহাসড়কের গেণ্ডা এলাকা থেকে নবীনগর এলাকা পরিদর্শন করে দেখতে পান প্রতিদিনের তুলনায় সড়কে যাত্রীসংখ্যা নেই বললেই চলে। যাত্রীবাহী পরিবহন, মাইক্রোবাস ও মোটরসাইকেলও চলছে অনেক কম।

যোগাযোগ করা হলে সাভার পরিবহনের মালিক সমিতির চেয়ারম্যান সোহরাব হোসেন ডেইলি স্টারকে বলেন, 'চন্দ্রা থেকে নবীনগর হয়ে সদরঘাট রুটে সাভার পরিবহনের বাস চলে ২০০। কিন্তু আজ ২০ থেকে ২৫টি বাস সড়কে চলছে৷ যাত্রী সংকটের কারণে চালকরা বাস নামাচ্ছেন না।'

হটাৎ যাত্রী সংকট তৈরি হওয়ার কারণ জানতে চাইলে সোহরাব হোসেন বলেন, 'গত দুই দিন যাবৎ ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী ও জাহাঙ্গীরনগর এলাকায় চেক পোষ্ট পরিচালনা করছে পুলিশ। চেকপোস্টে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ কারণে হয়তো হয়রানি এড়াতেই যাত্রীরা চলাচল বন্ধ করে দিয়েছেন।'

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পরিবহন চলাচলে কোনো মহল থেকে কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, 'সড়কে যাত্রী না থাকলে সড়কে বাস বের করে ক্ষতির সম্মুখীন হতে হবে। চাকা ঘুরলেই তেল-গ্যাস খরচ হয়। আমাদের মতো অন্য সব পরিবহন মালিকরাও গাড়ি রাস্তায় বের করছেন না।'

যোগাযোগ করা হলে ঢাকা জেলা পরিবহন শ্রমিক সমিতির সভাপতি আব্বাস আলী ডেইলি স্টারকে বলেন, 'বিএনপির সমাবেশকে ঘিরে ঢাকায় ঝামেলা হচ্ছে। ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। যানবাহনে তল্লাশি করা হচ্ছে। যাত্রী কমে গেছে। এছাড়া বিভিন্ন শঙ্কা থেকে পরিবহন মালিকরা সড়কে যানবাহনের সংখ্যা কমিয়ে দিয়েছেন।'

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক বিপরীত পাশে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে চেক পোষ্ট পরিচালনা করছে সাভার হাইওয়ে পুলিশ। চেকপোস্টের নেতৃত্ব দিচ্ছেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।

তিনি ডেইলি স্টারকে বলেন, আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে চেকপোস্ট পরিচালনা করছি। যানবাহনে সন্দেহভাজন যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তল্লাশি চালানো হচ্ছে।'

কোন ধরনের যানবাহনগুলোতে তল্লাশি করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, 'যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলগুলোতে আমরা তল্লাশি চালাচ্ছি। বিশেষ করে মাদকদ্রব্য রয়েছে কিনা অথবা কোনো ধরনের অবৈধ জিনিস রয়েছে কিনা সেই বিষয়গুলো মাথায় রেখেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।'

তবে সমাবেশকে কেন্দ্র করে এই চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে না দাবি করেন তিনি।

Comments

The Daily Star  | English
Dhakeshwari Temple Yunus speech

Want to build a Bangladesh where everyone's rights are ensured: Yunus

Seeking law enforcement's support during celebration a 'collective failure', he added

1h ago