আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার তদন্ত শেষ: চিফ প্রসিকিউটর

আইসিটি’র প্রধান প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

আশুলিয়ায় হত্যার পর ছয় মরদেহ পোড়ানোর ঘটনার মামলার তদন্ত শেষ বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 

জুলাই-আগস্টে গণহত্যা মামলাগুলোর মধ্যে এটিই প্রথম কোনো মামলার তদন্ত সম্পন্ন হলো। 

আজ রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তাজুল ইসলাম। 

তিনি বলেন, 'যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে চিফ প্রসিকিউটরের অফিস আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে।' 

ঈদের পরপর আরও তিন-চারটি মামলার তদন্ত রিপোর্ট হাতে পেয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার তদন্ত রিপোর্ট থাকবে বলেও জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, 'দল হিসেবে আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব। কিন্তু সেটির জন্য রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন। আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডে সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ ট্রাইব্যুনালের হাতে আছে।'

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

7h ago