সাভারে চলন্ত বাসে আবারও ডাকাতি, চালক-সহকারী-কন্ডাকটর পুলিশ হেফাজতে

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসের ভেতর যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে।

এতে জড়িত সন্দেহে মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের ওই বাসের চালক, তার সহকারী ও কন্ডাকটরকে পুলিশের হাতে তুলে দিয়েছেন যাত্রীরা।

আজ সোমবার দিবাগত রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

যাত্রীরা জানিয়েছেন, সাভারের রেডিও কলোনী এলাকায় পৌঁছালে অন্তত পাঁচজন ব্যক্তি যাত্রীবেশে বাসে ওঠেন এবং দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ফেলেন। যাত্রীদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে তারা সিঅ্যান্ডবি স্ট্যান্ডে চলন্ত বাস থেকে নেমে যান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছালে যাত্রী ও শিক্ষার্থীরা বাসটি আটক করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় বাসের চালক, তার সহকারী ও কন্ডাকটরকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

যাত্রীরা জানান, আমরা মনে করি, ডাকাতির সঙ্গে ওই তিনজন জড়িত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, 'ঢাকা- আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর, সিঅ্যান্ডবি ও রেডিও কলোনী এলাকায় মাঝে মাঝেই ডাকাতি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসনকে এই এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর দাবি জানাচ্ছি।'

জানতে চাইলে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।'

এর আগে গত ২ মার্চ সাভারের ব্যাংক টাউন এলাকার সেতু থেকে একটু সামনে ঢাকা-আরিচা মহাসড়কে রাজধানী পরিবহনের একটি বাসে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। সে সময় অন্তত ২০ থেকে ২৫ যাত্রীর মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেন ডাকাতরা।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ঢাকাগামী শুভযাত্রা পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সে সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অন্তত তিনজন আহত হয়েছিলেন।

Comments

The Daily Star  | English

7 colleges to continue operating under UGC until new university formed

Prof AKM Elias, principal of Dhaka College, to be appointed as the administrator

6h ago