ব্রাহ্মণবাড়িয়া কারাগারে বন্দিদের ঈদ

ছবি: মাসুক হৃদয়/স্টার

ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের বন্দিরা।

প্রতিদিনের একঘেয়েমি ও গ্লানি ভুলে দিনব্যাপী নানা আয়োজনে অংশ নিয়ে তারা হয়ে ওঠেন এক পরিবারের সদস্য।

সোমবার সকালে ঈদের নামাজের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। এরপর সহস্রাধিক বন্দিকে পরিবেশন করা হয় উন্নতমানের খাবার। বন্দিরা যাতে পরিবার-পরিজনের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন, সে জন্য বিশেষ সাক্ষাতের ব্যবস্থা করা হয়।

প্রত্যেক বন্দি ২০ মিনিট করে স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পান। যাদের স্বজনরা আসতে পারেননি, তাদের জন্য টেলিফোনে পাঁচ মিনিট কথা বলার সুযোগ দেওয়া হয়।

ছবি: মাসুক হৃদয়/স্টার

ঈদের আনন্দ বাড়িয়ে দিতে বন্দিদের জন্য আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া আয়োজন। স্বজনদের জন্যও ছিল অভ্যর্থনা ও আপ্যায়নের ব্যবস্থা। ঈদ উপলক্ষে এমন ব্যতিক্রমী আয়োজন দেখে খুশি বন্দিরা ও তাদের পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যের সঙ্গে দেখা করতে আখাউড়া উপজেলার রাণীখার গ্রাম থেকে এসেছিলেন সুমন মিয়া। তিনি বলেন, 'আমরা শুধু কাঙ্ক্ষিত সেবা নয়, অতিথির মতো অভ্যর্থনা ও আপ্যায়ন পেয়েছি। এটি আমাদের জন্য এক নতুন অভিজ্ঞতা।' 

এমন আয়োজনের জন্য কারা কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন স্বামীর সঙ্গে দেখা করতে আসা বাঞ্ছারামপুর উপজেলার বাসিন্দা জুলিয়া আক্তার।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, 'বন্দিদের সংশোধনের মাধ্যমে প্রকৃত মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে কারা মহাপরিদর্শকের নির্দেশ অনুযায়ী ঈদের দিনে এই বিশেষ আয়োজন করা হয়েছে।

বন্দিদের জন্য এমন মানবিক ও আনন্দঘন আয়োজন তাদের মানসিক সুস্থতা ও সামাজিক পুনর্বাসনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

Comments

The Daily Star  | English

Stocks break two-day losing streak  

The DSEX gained 18.71 points to close at 4,795.04

9m ago