তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে

তুরিন আফরোজকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। ছবি: এমরুল হাসান বাপ্পী/স্টার

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার এক আদালত।

আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জাকির হোসেনের আদালত এ আদেশ দেন।

পুলিশ আজ তুরিন আফরোজকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল।

চলতি বছরের ২৭ মার্চ ভুক্তভোগী জব্বার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন।

এই মামলায় উত্তরা এলাকা থেকে গতরাতে তুরিন আফরোজকে গ্রেপ্তার করে পুলিশ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালে ২০১৩ সাল থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন তুরিন আফরোজ।

 

Comments

The Daily Star  | English

‘Allah, heal my father’: A child’s last prayer and a family’s plea for justice

Tanvir, 8, died at DMCH after losing all four limbs; parents allege a misdiagnosis in Bhola

1h ago