এস আলম ও পরিবারের নামে চট্টগ্রামের ৮ হাজার কাঠা সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

এস আলম
মোহাম্মদ সাইফুল আলম। ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, পরিবারের সদস্য ও তাদের সুবিধাভোগীদের নামে ৭ হাজার ৯১৯ দশমিক ৫২ কাঠা স্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

চট্টগ্রামের বিভিন্ন স্থানে থাকা এসব সম্পত্তির বাজার মূল্য ৩২৫ কোটি ১৯ লাখ টাকা বলে জানা গেছে।

দুদকের তদন্ত দলের নেতৃত্ব দেওয়া উপপরিচালক তাহসিনা মুনাবিল হক এসব সম্পদ বাজেয়াপ্তের আদেশ চেয়ে আদালতে আবেদন জমা দেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি একই আদালত অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে এস আলম ও তার পরিবারের ২২৭টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেন। এসব অ্যাকাউন্টে মোট ৮১৩ কোটি ৫৬ লাখ টাকা জমা ছিল।

১২ ফেব্রুয়ারি একই আদালত সিঙ্গাপুর ও অন্যান্য দেশে ১ বিলিয়ন ডলার পাচারের অভিযোগে এস আলম ও তার পরিবারের ৪২টি কোম্পানির ৪৩৭ কোটি ৮৫ লাখ শেয়ার জব্দের নির্দেশ দেন। এসব শেয়ারের মূল্য ৫ হাজার ১০০ কোটি টাকা।

৩০ জানুয়ারি এস আলম ও তার পরিবারের সদস্যদের ৩৬৮ কোটি টাকা মূল্যের ৫৮ একর স্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।

১৬ জানুয়ারি এস আলম ও পরিবারের সদস্যদের মালিকানাধীন ২৪টি কোম্পানির ৩২ কোটি ১ লাখের বেশি শেয়ার জব্দের নির্দেশ দেওয়া হয়, যার মূল্য ৩৫০ কোটি টাকা।

১৪ জানুয়ারি একই আদালত এস আলম, স্ত্রী ফারজানা পারভীন ও তার পরিবারের ১৬ সদস্যের ২০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত এবং ৮৭টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেন।

 

Comments

The Daily Star  | English

CU students lock main entrance after peer 'assaulted by locals'

They began a sit-in after locking the gate, forcing teachers and students to enter the campus on foot

6m ago