সন্তানকে ব্যবহার করে ‘ভিউ ব্যবসা’, সাভারে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে মামলা

শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ পেতে ও অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে নিষ্ঠুর আচরণ করার অভিযোগে সাভারে শারমিন শিলা ওরফে 'ক্রিম আপা'র বিরুদ্ধে মামলা হয়েছে।

গতরাত পৌনে ১১টার দিকে সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান আশুলিয়া থানায় শিশু আইন-২০১৩ অনুসারে মামলাটি দায়ের করেন। 

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'আসামিকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।'

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাভার উপজেলার আশুলিয়ায় বসবাসকারী শারমিন শিলা ওরফে ক্রিম আপা পেশায় একজন বিউটিশিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ক্রিম আপা নামে পরিচিত। তিনি মেকআপের জন্য কাজ করাসহ বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করেন। তিনি নিজের ছেলে ও মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে পোষ্ট করেন। গত ৩০ মার্চ নিজের ফেসবুক আইডিতে বিকেল ৪টার দিকে একটি ভিডিও পোষ্ট করেন, যা পরবর্তীতে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, শারমিন শিলা তার মেয়ে শিশুকে (আনুমানিক দুই বছর) জোর করে একহাত দিয়ে মুখে চাপ দিয়ে হা করিয়ে মেয়ের অসম্মতিতে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছেন। তিনি তার ছেলে ও মেয়ে শিশুদের জোর করে ক্যামেরার সামনে এনে চুলকাটা বা রং করা, কানে ভারী দুল পরানো, শিশুদের মুখে কুলকুচি করা, অপমানজনক গালিগালাজ করা, থাপ্পড় ও শারীরিক কষ্ট দিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করছেন। তিনি জনপ্রিয় হওয়ার জন্য এক বছর ধরে দুই শিশু সন্তানের প্রতি মাতৃসুলভ আচরণ না করে শিশুদের আঘাত, উৎপীড়ন, অবহেলাসহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছেন। এ ধরনের আচরণের কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

2h ago