ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার

কাজী মনিরুল ইসলাম মনু। ছবি: সংগৃহীত

ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার কাজী মনিরুল ইসলাম মনুর বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ৭টি হত্যা মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।

কাজী মনিরুল ইসলাম মনু ২০২০ সালে ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন।

২০১৬ সাল থেকে তিনি যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

2h ago