আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার আসামি ইন্সপেক্টর মাসুদ ‘আত্মগোপনে’

মোহাম্মদ মাসুদুর রহমান। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার আসামি পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান বর্তমানে শরীয়তপুর সদরের পালং মডেল থানায় কর্মরত।

কিন্তু গত ছয়দিন ধরে তিনি কর্মস্থলে নেই। সহকর্মীদের কেউ কেউ বলছেন, পরিদর্শক মাসুদ 'আত্মগোপনে' রয়েছেন।

জেলা পুলিশ বলছে, তিনি মায়ের অসুস্থতার কথা বলে কর্মস্থল থেকে চলে গেছেন এবং এখনো অনুপস্থিত আছেন। পরিদর্শক মাসুদ এ মুহূর্তে কোথায় আছেন, জানেন না তারা।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মরদেহ পোড়ানো মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ছিল গত সোমবার।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভির হোসেন পরিদর্শক মাসুদের অনুপস্থিতির বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পালং থানার এক পুলিশ সদস্য দ্য ডেইলি স্টারকে জানান, গত ২৪ এপ্রিল থেকে পরিদর্শক মাসুদ থানায় আসছেন না। তিনি আশুলিয়ার একটি ঘটনার হত্যা মামলার আসামি।

তিনি বলেন, 'আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতের মামলায় গ্রেপ্তার এড়াতে হয়ত ভয়ে তিনি "আত্মগোপনে" চলে গেছেন।'

অতিরিক্ত পুলিশ সুপার তানভির হোসেন বলেন, 'মাসুদুর রহমান কোথায় আছেন তা আমরা জানি না। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, তিনি কর্মস্থলে অনুপস্থিত। তিনি কোনো মামলার আসামি কি না, তাও বলতে পারছি না।'

'পুলিশ হেডকোয়ার্টার বা কোনো আদালত থেকে এ সংক্রান্ত কোনো কাগজ আমাদের কাছে আসেনি। তার অনুপস্থিতির বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তাকে খুঁজে বের করার চেষ্টা চলমান,' বলেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'গত ২৪ এপ্রিল থেকে পরিদর্শক মাসুদ থানায় অনুপস্থিত। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। এই বিষয়ে তারা প্রয়োজনে ব্যবস্থা নেবেন।'

'থানায় কর্মরত পুলিশ সদস্যদের কাছে জানতে পেরেছি, মাসুদের কাছে জরুরি ফোন এসেছে, তার মা অসুস্থ, তাকে ঢাকায় যেতে হবে—এ কথা বলে তিনি থানা থেকে বের হয়ে গেছেন। এখন তিনি কোথায় আছেন, তা আমরা জানি না,' বলেন ওসি।

মামলার এজাহার ও পুলিশের সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে ৬ জন নিহত হন। আশুলিয়া থানার সামনেই পুলিশ ভ্যানে নিহতদের মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ওই ঘটনায় নিহত সাজ্জাদ হোসেন সজলের মা শাহীনা বেগম বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করেন।

মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনকে আসামি করা হয়। মামলার ২৭ নম্বর আসামি করা হয় মাসুদুর রহমানকে। তিনি তখন আশুলিয়া থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।

মাসুদুর রহমানকে শরীয়তপুর জেলা পুলিশে বদলি করা হলে তিনি গত বছরের ১৫ সেপ্টেম্বর নতুন কর্মস্থলে যোগ দেন।

১২ ডিসেম্বর শরীয়তপুরের পুলিশ সুপার তাকে পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করেন।

মন্তব্যের জন্য পরিদর্শক মাসুদের ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত ফোন নম্বরে কল করলে তা বন্ধ পাওয়া গেছে।

 

Comments

The Daily Star  | English
Army chief urges leadership reform in Bangladesh

Bangladesh belongs to all: Army Chief at Janmashtami rally in Dhaka

General Waker-Uz-Zaman says armed forces will stand by citizens to preserve harmony

24m ago