লঞ্চে ২ নারীকে পেটানোর ঘটনায় মামলা

ভিডিও থেকে নেওয়া

মুন্সীগঞ্জে পিকনিকের লঞ্চ ভাঙচুর ও দুই নারীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

আজ রোববার মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিলন বিশ্বাস শনিবার মধ্যরাতে এ মামলা করেন।

'মামলায় একজনের নাম উল্লেখ করা হয়েছে এবং ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আজ দুপুর পর্যন্ত এ মামলায় একজনই গ্রেপ্তার আছেন। গ্রেপ্তার নেহাল আহমেদ জিহাদকে (২৪) আদালতে পাঠানো হয়েছে। পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইবে। তবে, আদালত রিমান্ড মঞ্জুর করেছেন কি না তা সন্ধ্যায় জানা যাবে,' বলেন তিনি।

মামলা সূত্রে জানা যায়, জিহাদ ও অজ্ঞাত ২০ থেকে ২৫ জন শুক্রবার রাত ৮টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে এমভি ক্যাপ্টেন লঞ্চের নারী যাত্রীদের মারধর করে জখম করে। আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারাসহ অন্যান্য ধারায় মামলা দায়ের হয়েছে।

ওই ঘটনার পর শনিবার দুপুর ২টার দিকে জিহাদকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে একটি লঞ্চ ভাড়া করে চাঁদপুরের মোহনপুর ঘুরতে যান কয়েকজন। ফেরার পথে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে কিছু কিনতে থামেন। এ সময় স্থানীয়দের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অসামাজিক কাজের অভিযোগে স্থানীয়রা লঞ্চ ভাঙচুর করে। এ সময় নেহাল আহমেদ জিহাদ দুই তরুণীকে লঞ্চের ডেকে নিয়ে প্রকাশ্যে বেল্ট দিয়ে পেটায়। পরে এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে যায়। 

সূত্র আরও জানায়, ফেসবুকে ছড়িয়ে যাওয়া আরেকটি ভিডিওতে দেখা যায়, লঞ্চের দ্বিতীয় তলায় কয়েকজন যুবক আরেক নারীকে মারধর করে। তবে, তাদের পরিচয় পাওয়া যায়নি।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Comments

The Daily Star  | English

Israeli military says it attacked 6 airports in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

1d ago