পুতুলের দুর্নীতি মামলার তথ্য ডব্লিউএইচওকে পাঠাতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়

সায়মা ওয়াজেদ পুতুল। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে করা দুর্নীতি মামলার তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদক সূত্র জানায়, আজ রোববার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে আগামীকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সায়মা ওয়াজেদের মামলার তথ্য পাঠানোর কথা।

মামলার তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) চিঠি দিতে পারে।

সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত বছরের অক্টোবরে পররাষ্ট্র মন্ত্রণালয় সায়মা ওয়াজেদের সঙ্গে কাজ করতে অনাগ্রহের কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছিল। 
এরপর পূর্বাচলে প্লট পেতে জালিয়াতির অভিযোগে সায়মা ওয়াজেদ, তার মা শেখ হাসিনাসহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে মামলা করে দুদক। 

ধারণা করা হচ্ছে, দুদকের দেওয়া মামলার বিবরণের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করতে পারে।

২০২৩ সালের নভেম্বরে সায়মা ওয়াজেদ পুতুল দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সম্মেলনে তাকে পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Polytechnic students block Tejgaon road over six-point demand

The blockade has caused a long tailback on roads in the neighbouring areas.

9m ago